‘পুরস্কার ড্রোনে পাঠিয়ে দেবো’

২ মার্চ, ২০২১ ১২:১০  
মঙ্গলবার ফেসবুক লাইভে অনলাইন চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। করোনার কারণে সরাসরি পুরস্কার দেয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় বিজয়ীদের পুরস্কার ড্রোনে পাঠিয়ে দেয়ার অভিপ্রায় ব্যক্ত করে বিজয়ীদের বাসার ঠিকানা পাঠানোর আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। তবে পুরস্কার হারিয়ে যাওয়ার ভয় থাকলে জাদুঘর থেকেও সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন তিনি। অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক বিভাগে প্রথম হয়েছে দিনাজপুরের সেন্ট জোসেফ স্কুলের শিক্ষার্থী এলমান সায়েদ। দ্বিতীয় হয়েছে মানিকগঞ্জের ওয়াই ডব্লিউসি গার্লস স্কুলের শিক্ষার্থী আরিজৎ সাহা। তৃতীয় হয়েছে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী জেনিয়া ইয়ারা এনাইয়া। খ বিভাগে প্রথম ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রনজিত অধিকারি, দ্বিতীয় জয়নুল আবেদিন মেমোরিয়াল একাডেমি, নোয়াখালীর রাজদ্বিপ ভূঁইয়া এবং ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মিথিলা ভৌমিক। প্রতিযোগিতায় রাজধানী ঢাকা থেকে গ বিভাগে বিজয়ী হতে পারেনি । এই বিভাগে প্রথম হয়েছে মৌলভীবাজারের দি ফ্ল্যাওয়ার্স কেরি অ্যান্ড হাইস্কুলের শৈশব সিংহ। দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তরুলতা সাহা। তৃতীয় হয়েছে নারায়ণগঞ্জের এবিসি স্কুলের নূরুল আফতাব। রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছে ঢাকার শ্যামপুর সরকারি মডেল স্কুলের শিক্ষার্থী মোহাম্মাদ আল আমিন ইবনে ফারুক অয়ন। দ্বিতীয় হয়েছে ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আবু ইউসুফ মেহেদী এবং তৃতীয় হয়েছে নারায়ণগঞ্জের বন্দর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম মিম। জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২৩ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিজ্ঞান জাদুঘরের চিফ ডিসপ্লে অফিসার মাকসুদা বেগম, গ্যালারি অ্যাসিটেন্ট সাফিয়া তাসনিম দ্রাঘিমা ও আরাফাত আলী, সিনিয়র কিউরেটর লুৎফর রহমান সিদ্দিক এবং প্রযুক্তি বোদ্ধা আবু হান্নান।